আবদুল হাই, বাঁকুড়াঃ অর্থের অভাবে এখনো অনেকেই ভালো ভাবে চিকিৎসা করাতে পারেন না। নিজেদের অজান্তেই অনেকেই কঠিন রোগে আক্রান্ত হন। সেইসব মানুষদের কথা চিন্তা করে কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফার সোসাইটির কর্মকর্তারা বিষ্ণুপুর গড়দরজা দুর্গা মন্দিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেন। দুঃস্থ অসহায় মানুষদের বিনামূল্যে সুগার প্রেসার থাইরয়েড সহ অন্যান্য রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে। এছাড়াও এদিন দুঃস্থ অসহায় মানুষদের বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। এদিনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। বিনামূল্যে স্বাস্থ পরীক্ষা করাতে পেরে খুব খুশি এলাকার মানুষেরা।