নিকাশি ব্যবস্থা বেহাল, রাস্তায় হাঁটু সমান জল।

0
240

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সাধারণ বৃষ্টিপাত কিংবা নিন্মচাপের জেরে বৃষ্টিপাত হলেই ক্যানিং শহরে হাঁটু সমান জল জমে যায় এমনই অভিযোগ স্থানীয়দের।সমস্যায় পড়েন সাধারণ নিত্যযাত্রী থেকে বিভিন্ন যানবাহন।বুধবার সারারাত বৃষ্টিপাতের জেরে ক্যানিং শহর সংলগ্ন পেট্রোলপাম্প থেকে পুরাতন বিডিও অফিস পর্যন্ত ক্যানিং-বারুইপুর রোডে হাটু সমান জল জমে যায়।সেই জল পারাপার হয়ে যাতায়াতের সময় অনেকেই রাস্তার খানাখন্দে পড়ে গিয়ে আহতও হচ্ছেন।এছাড়াও নোংরা জলে হাঁটাচলার জন্য বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে।সাধারণ মানুষের অভিযোগ যত্রতত্র জলনিকাশি ব্যবস্থা বন্ধ করে সরকারি জমির উপর দোকান,বাড়িঘর গজিয়ে উঠছে।আবার যে টুকু নিকাশিনালা রয়েছে,প্লাস্টিক ব্যবহারের রমরমার জন্য সেগুলো প্লাস্টিকের চাপে বন্ধ হয়ে পড়ছে।যার ফলে সামান্য বৃষ্টিপাত হলেই জলমগ্ন হয়ে পড়ছে ক্যানিং শহর।স্থানীয়দের আরো দাবী প্রশাসনিক স্তরে অবিলম্বে এমন সমস্যা সমাধান করার জন্য অগ্রণী ভূমিকা নেওয়া প্রয়োজন।