পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সাঁকরাইল রাখি বন্ধন উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন।

0
178

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব উপলক্ষে রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় সাঁকরাইল ব্লক এর বি ডিও অফিস প্রাঙ্গণে সংস্কৃতি দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউত সহ আরো অনেকে। ওই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সামিল হয়েছিলেন। রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন কে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস বলেন পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সাঁকরাইল ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সাংস্কৃতি দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উদযাপন উপলক্ষে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তিনি আরো বলেন যে রাখি বন্ধন উপলক্ষে ভাতৃত্ববোধ গড়ে তোলার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে উপস্থিত সকলেই একে অপরের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও রাখি বন্ধন দিবস উদযাপন উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে যথাযথ মর্যাদা সহকারে শ্রদ্ধা জানানো হয়। রাখি বন্ধন উৎসব উপলক্ষে নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।