আবদুল হাই, বাঁকুড়াঃ ২ দিন আগেই আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছিল দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি, সেই মতই আজ সকাল থেকেই বাঁকুড়া জেলার জয়পুর ও কোতুলপুড়ে শুরু হলো বৃষ্টিপাত, বেজায় খুশি কৃষক মহলে,,,,,
এই মরশুমে অর্থাৎ বর্ষায় মূলত আউশ ও আমন ধানের চাষ করে থাকেন চাষীরা,, কিন্তু গত দুই মাস ধরে সেভাবে বৃষ্টির দেখা না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন ধান চাষীরা,,,,
সাবমার্সিবেলের জল দিয়ে কিছু কিছু ব্লকে ধান রোপন করলেও তাপপ্রবাহের ফলে দিনের শেষে জমির সেই জল শুকিয়ে যাচ্ছে,, তাই দ্রুত দরকার ছিল বৃষ্টির জলের । তানাহলে সাবমার্সিবেল চালিয়ে জলের সাপ্লাই দেওয়া অসম্ভব হয়ে দাঁড়াতো,, তাই স্বাভাবিক ভাবে রাত থেকে বৃষ্টি শুরু হওয়ার জন্য বেজায় খুশি বাঁকুড়ার জয়পুরের কৃষকরা।
,