ভারত বাংলাদেশ সীমান্তে রাখি বন্ধ পালিত হয়।

0
213

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- রাখি বন্ধ উৎসবের আগে চলছে ৭৫ তম বছর পুরন হছে তাকে সামনে রেখে প্রথমে ওই এলাকায় ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিএসএফের জওয়ান সহ টিম তারাশঙ্কর চ্যারিটি সদস্য সঙ্গে নি অমৃত মহোৎসব পালিত করে পরে সেখান থেকে ভারত বাংলাদেশ সিমান্তে রাখি বন্ধ পালিত হয়।
রাখি উৎসব মানেই ভাই বোনের মিল বন্ধন, ভালোবাসা।বোনেরা ভাইদের রাখি পরিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন। তাই আজ রাখি বন্ধন উৎসব পালিত হয় গোদেশ জুরে। এদিন টিম তারাশঙ্কর চ্যারিটি স্বেচ্ছাসেবী সংস্থা পক্ষ থেকে হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ৪৪ ব্যাটালিয়ানে পেট্রোলগড় ক্যাম্পের বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়।আমাদের দেশের জওয়ানেরা ঘরবাড়ি ছেড়ে সীমান্তে পড়ে রয়েছে সেই বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে এই দিনটিকে রাখি বন্ধ উৎসব পালিত করে টিম তারাশঙ্কর চ্যারিটি সদস্যরা।এদিন ভারত-বাংলাদেশ সীমান্তে ৪৪ নম্বর ব্যাটালিয়ান বিএসএফদের হাতে বোনেরা রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। তারই পাশাপাশি এক স্বেচ্ছাসেবী সংস্থা টিম তারাশঙ্কর চারিটি পক্ষ থেকে ওই ক্যাম্পের মধ্যে থাকা সকল বিএসএফদের ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিষ্টির বিতরণ করে। এভাবেই প্রতিবছর ওই সংস্থার পক্ষ থেকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কর্মরত বিএসএফদের সাথে নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে থাকে।

বাইটঃ- 44 নম্বর ব্যাটালিয়নের পেট্রোলগড় ক্যাম্পের কোম্পানি কমান্ডার, গজেন্দ্র সিং