নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ– তীব্র রক্ত সংকটে ভুগছে জলপাইগুড়ি ব্লাড ব্যাংক। তার ওপর পর পর উৎসব চলায় নেই রক্তদান শিবিরের আয়োজন। এমন ই এক সংকটময় সময়ে রাখি বন্ধনের দিন জলপাইগুড়ি ফনিন্দ্র দেব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে স্বেচ্ছায় রক্তদান করলেন, যার ফলে এই মুহূর্তের জন্য বেঁচে যাবে বহু প্রাণ।
এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে এফ ডি আই প্রাইমারি বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সিংহ বলেন, আজ রাখি, রক্তদান থেকে বড় বন্ধন আর কিছু হতে পারে না, তাই আমরা সবাই আজ নিজেরা ব্লাড ব্যাংকে এসে রক্তদান করে গেলাম।