সম্প্রীতির বার্তা নিয়ে পালিত হলো রাখি বন্ধন উৎসব।

0
222

সুদীপ সেন, বাঁকুড়া:- সারা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মতো ১১ ই আগস্ট সরকারি বিভিন্ন দপ্তরে পালিত হলো রাখি বন্ধন উপলক্ষ্যে সংস্কৃতি দিবস উদযাপন।

বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকে ও পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের উদ্যোগে ও শালতোড়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের করন এবং শালতোড়া পঞ্চায়েত সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড়ার বিডিও মানস কুমার গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, শালতোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেস্বর গরাই,বিশিষ্ট সমাজসেবী সন্তোষ মন্ডল, প্রকাশ চন্দ্র মন্ডল, যুব আধিকারিক সুপ্রতিম নায়ক, সহকারী সভাপতি নিভা মাজি , জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্য এবং অন্যান্য আধিকারিক ও গুণীজন গণ।

অনুষ্ঠানের শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্য দান করেন অতিথি বর্গ।
পরে সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিল্পী গণ।

রাখি বন্ধন দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অতিথি গণ।

বঙ্গভঙ্গ আন্দোলন ও সেই প্রেক্ষাপটে কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের রাখিবন্ধন উৎসবের কথা তুলে ধরেন বিডিও স্যার,ওসি স্যার, সভাপতি ম্যাডাম ও অন্যান্য রা।

অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল মঞ্চে সভাপতি ম্যাডাম, জেলাপরিষদ , পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যা দের সকলের হাতে রাখি পরিয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়ার দারুন দৃষ্টান্ত।

এরপর শালতোড়া বাজারের দোকানদার ও পথ চলতি মানুষদের রাখি পরিয়ে দেন অতিথি গণ।

সব মিলিয়ে প্রবল প্রাকৃতিক দূর্যোগ ও হার মানলো সৌ ভ্রাতৃত্বের কাছে।