সম্প্রীতি রক্ষার বার্তা নিয়ে মেছোগ্রাম মোড়ে তৃণমূল সংখ্যালঘু সেলের রাখিবন্ধন।

0
252

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– ১১ই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার রাখি পূর্ণিমা, সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে পালন করা হচ্ছে রাখি বন্ধন উৎসব, পাঁশকুড়া ১ ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে সম্প্রীতির রাখি বন্ধন উৎসব পালন করা হয় মেছোগ্রাম মোড়ে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে রাখি বন্ধনের মধ্য দিয়ে ভাতৃত্বের বন্ধনের সূচনা করে ছিলেন। সেই থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। সেই সুবাদে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় তৃণমূলের উদ্যোগে মেছোগ্রামে পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হয়।