আর কয়দিন পরে স্বাধীনতা দিবস তারিই উপলক্ষে ভারত বাংলাদেশ সিমান্ত গুলিকে আটোশাটো করা হল।

0
950

নিজস্ব সংবাদদাতা, মালদা:- আর কয়দিন পরে স্বাধীনতা দিবস তারিই উপলক্ষে ভারত বাংলাদেশ সিমান্ত গুলিকে আটোশাটো করা হল। বিভিন্ন জায়গায় সাথে মহদীপুর স্থল বন্দরে দেখা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা। ভারত বাংলাদেশ সীমান্তের ভারত থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভারতে আসার সমস্ত লরিতে তল্লাশি করা হচ্ছে বি এস এফের পক্ষ থেকে। স্বাধীনতা দিবস উপলক্ষে কোন অপীতিকার ঘটনা রুখতেই এই নিরাপত্তা বলে জানা গেছে। তার পাশাপাশি সীমান্ত এলাকায় করা পাহারায় রয়েছে বিএসএফ জওয়ানরা।