ঝাড়গ্রামের মানিকপাড়ায় টিম অভিষেকের উদ্যোগে রাখি বন্ধন উৎসব উদযাপন।

0
345

নিজস্ব সংবাদদাতা , ঝাড়গ্রামঃ- শুক্রবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এলাকায় টিম অভিষেকের উদ্যোগে রাখি বন্ধন উৎসব উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম অভিষেকের ঝাড়গ্রাম জেলার কর্ণধার তথা তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ঝাড়গ্রাম জেলার সভাপতি মহাশীষ মাহাতো সহ টিম অভিষেকের অন্যান্য সদস্যগণ ।পথ চলতি মানুষ থেকে ব্যবসায়ীদের হাতে যেমন রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন টিম অভিষেকের সদস্যরা, তেমনি বিভিন্ন যানবাহনে থাকা মানুষদের হাতে রাখি পরিয়ে তাদের মিষ্টিমুখ করায় টিম অভিষেকের কর্ণধার সুমন সাহু। তিনি বলেন সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও
শুক্রবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ১০ টি অঞ্চলের ব্যবস্থাপনায় ১৩ জায়গায় রাখি বন্ধন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ, সহ সভাপতি অনুপ মাহাত সহ আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থিত সকলেই একে অপরের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। দোকান থেকে শুরু করে পথচলতি মানুষজন এর হাতে রাখি পরিয়ে দেন তৃনমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল ব্লকের সভাপতি কমলকান্ত রাউত বলেন রাজনীতিকে দূরে সরিয়ে রেখে শুক্রবার সাঁকরাইল ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ সামিল হয়ে ছিলেন। তিনি বলেন রাখি বন্ধন উৎসব সম্প্রীতি ও ভ্রাতৃত্ববন্ধনের উৎসব ।তাই ভাতৃত্ব বন্ধনে সকলকে আবদ্ধ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে তিনি আরো বলেন যে সাঁকরাইল ব্লকএর প্রতিটি এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাখি বন্ধন অনুষ্ঠানে শ্যামল হয়েছিলেন। তিনি রাখি বন্ধন উৎসব উপলক্ষে সর্বস্তরের মানুষকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাখি বন্ধন উৎসব অনুষ্ঠানে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে । তিনি বলেন সাঁকরাইল ব্লকের শান্তি ও সম্প্রীতি আগামী দিনেও অটুট থাকবে। তাই মানুষ রাজনীতিকে দূরে সরিয়ে রেখে রাখি বন্ধন উৎসবে শামিল হয়েছেন। সাঁকরাইল ব্লকে কোন অশান্তি নেই। সবাই হাতে হাত মিলিয়ে সম্প্রীতির বন্ধনে বন্ধন হওয়ার জন্য রাখি বন্ধন উৎসবে শামিল হয়েছে, আগামী দিনেও ব্লকে একে অপরের প্রতি ভালোবাসা যেমন অটুট থাকবে, তেমনি শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে।