রাতের অন্ধকারে ভীনরাজ্যের গাড়ি ঘিরে চ্যাঞ্চল।

0
243

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ–রাতের অন্ধকারে ভীনরাজ্যের গাড়ি ঘিরে চ্যাঞ্চল। একটি ঝাড়খন্ডের নম্বরে চারচাকা পাইভেট গাড়ি ঘিরে চ্যাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানা এলাকায়,গাড়িটি উদ্ধার হয় বৃহস্পতিবার রাতে আইহো বারুইপাড়া এলাকায়।জানাগিয়েছে হবিবপুর থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা মালদা নালাগোলা রাজ্য সড়কে ডিউটি করার সময় বৃহস্পতিবার রাতে হঠাৎ ঝারখন্ডে নম্বরের চারচাকা একটি গাড়ি দেখে সন্দেহ হলে, আটকানোর চেষ্টা করলে গাড়িটি পালিয়ে যায় মালদার দিকে। সে সময় আইহোতে ডিউটিতে থাকা পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের জানালে তার ব্যারিকেট দিয়ে আটকানোর চেষ্টা করলে গাড়ি টি ঘুরিয়ে বুলবুলচন্ডী দিকে পালিয়ে যায়। সেই গাড়িটি আইহো বারুইপাড়া গ্রামের মধ্যে রাতের অন্ধকারে রেখে পালায় হঠাৎ গ্রামবাসীরা গাড়িটি রাখা থাকলে কোন চালক না থাকায় সন্দেহ হয় ঝারখন্ডে নম্বর দেখে এলাকায় চ্যাঞ্চল ছড়িয়ে পরে। হবিবপুর থানায় খবর দিলে খবর পেয়ে ঘটনা স্থালে উচ্ছায় পুলিশ গাড়িটি ক্রেনেরদ্বারা উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাড়ি চালক পলাতক, কি কারনে এই গাড়ি রেখে গিয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে হবিবপুর থানার পুলিশ।এই ঘটনা ঘিরে এলাকায় চ্যাঞ্চল ছড়িয়ে পরেছে।