মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মুর্রিদাবাদের রানিনগর থানার নজরানা এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায়, নজরানা এলাকার আবু তাহের খানের পরিবারের সঙ্গে ওদুত মোল্লার পরিবারের ছাগল নিয়ে গন্ডগোল হয়। এরপর দুপক্ষের মধ্যে বিবাদ বাধে। বিবাদ চরমে পৌছালে দুই পরিবারই ধারালো অস্ত্র নিয়ে মারিমারিতে জড়িয়ে পড়ে। আর এতেই দুপক্ষের মোট চারজন আহত হয় বলে জানা যায়। এরপর আহতদের উদ্ধার করে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। সেখানে আবু তাহের খানের অবস্থার অবনতি হওয়ায় তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্ট হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।