পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– ক্যালেন্ডার মতে শুক্রবার পূর্নিমা। তাই আজকের দিনটিতেও পালিত হছে রাখীবন্ধন উৎসব। ভাই বোনের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার উদ্দেশ্যে এই দিনটি রাখি বন্ধন উৎসব হিসেবে পালিত হয়। কিন্তু এই এক অন্য ভাতৃত্ব বন্ধনের দৃষ্টান্ত রাখলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের টেকনো ইন্ডিয়া স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। কোলাঘাট ব্লকের রাইনে রয়েছে একটি বৃদ্ধাশ্রম। সেই বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধ বৃদ্ধাদের হাতে রাখি পরিয়ে ফল দিয়ে ও নাচ গান আবৃত্তির অনুষ্ঠানের মধ্যে মুখে হাঁসি ফুটিয়েছেন ছাত্র ছাত্রীরা। যারা নানা কারনে পরিবার থেকে সরে এই বৃদ্ধাশ্রমে রয়েছেন আজ তারা যেন তাদের পরিবারের সদস্যদের কাছে পেলান। এ যেন এক স্বর্গসুখ প্রাপ্তি লাভ করলো বৃদ্ধ বৃদ্ধরা। যেন আজ তারা তাদের পরিবারকে পাশে পেলেন। এ যেন সত্যিই অমৃত লাভ হলো তাদের। স্বাধীনতার ৭৫ তম বষপূতিকে সামনে রেখে স্কুলের তরফ থেকে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি এই দিন রায়চক বৃদ্ধাবাসে স্কুলের পক্ষ থেকে রাখীবন্ধন উৎসব পালিত করা হয়।
Home রাজ্য দক্ষিণ বাংলা শুক্রবারও রাখি বন্ধন উৎসবে শামিল হয়েছে কোলাঘাটের টেকনো ইন্ডিয়া স্কুলের ছাত্রছাত্রী,বৃদ্ধাশ্রমে পালন...