আবদুল হাই, বাঁকুড়াঃ কথায় আছে বাঙালিদের ১২ মাসে ১৩পার্বন , করোনা সংক্রমনের জেরে দীর্ঘ ২ বৎসর পূজা পার্বন গুলিতে আনন্দ হইহুল্লোড় বন্ধ হয়ে যায় কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ এই বৎসরে শুরু থেকেই করোনা সংক্রমণ অনেকটাই কমে যায়,, রাজ্য সরকারের তরফে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেন ।
আর তারইপর থেকে- জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের উৎসব গুলি মহা আনন্দের সাথে হতে শুরু হয়েছে,,,, এই গোটা শ্রাবণ মাস জুড়েই চলছে নানান সম্প্রদায়ের নানা অনুষ্ঠান,, "মহরমের' পাশাপাশি বাঙালিদের শুরু হয়েছে একটি বিশেষ উৎসব । যা হলো শিবের মাথায় জল ঢালা উৎসব,,,,
প্রত্যেক বৎসর শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার মানৎ শোধ করতে শত শত মানুষজন "গঙ্গা নদীর" মতো বিভিন্ন নদী থেকে পায়ে হেটে জল নিয়ে এসে বুড়ো শিবের মাথায় সেই জল ঢেলে পূর্নী অর্জন করেন,,,,,
তাই নিম্নচাপের জেরে শুরু হওয়া বৃষ্টির জলকে উপেক্ষা করে আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের অন্তর্গত শুখজোড়া গ্রামে বাবা বুড়োশিবের মাথায় জল ঢালার জন্য সুদূর - সেওরাফুলি ও বৈদ্যবটি, থেকে পায়ে হেটে জল নিয়ে পৌঁছালেন ----- পূর্নার্থীরা।
,