কেএলও, কেপিপি, গ্রেটার কোচবিহার ও বিজেপির পৃথক রাজ্যের দাবি নিয়ে তিব্র কটাক্ষ তৃণমূল জেলা সভাপতির।

0
248

কোচবিহার, ১৩ আগস্টঃ ‘কেএলও, কেপিপির কামতাপুর, গ্রেটারদের গ্রেটার কোচবিহার এবং বিজেপির কেন্দ্র শাসিত অঞ্চলের মানচিত্র নিয়ে বসিয়ে দিলে তাঁরা মাথা ফাটাফাটি করে মরবে, তবু এদের মানচিত্র মিলবে না।’উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি সম্পর্কে এভাবেই কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
আজ কোচবিহার শহরের দেশবন্ধু মার্কেট সংলগ্ন এলাকায় তৃণমূল শ্রমিক কংগ্রেসের সাংগঠনিক দফতরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ওই দফতরের উদ্বোধন করেন রাজ্য তৃণমূল শ্রমিক কংগ্রেসের সভাপতি ঋতব্রত ব্যানার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ, হিতেন বর্মণ, অভিজিৎ দে ভৌমিক, গিরীন্দ্রনাথ বর্মণ, পরিমল বর্মণ সহ বেশ কয়েকজন নেতৃত্ব।
এদিন সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “আমরা ধর্ম করি মন্দির মসজিদে গিয়ে। কিন্তু যারা ধর্মের কথা বলে ইভিএম মেশিনের বোতাম টিপেছিলেন।সেদিন গঙ্গার এপারের বেশীর ভাগ আসনে বিজেপি জিতেছিল। আর বিজেপি জিতেই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার ডাক দিয়েছিল। তখন সবার মাথায় হাত পড়েছিল। সবাই ভেবেছিল আমরা কি করলাম। যদি কেএলও কেপিপি, গ্রেটার কোচবিহার ও বিজেপিকে এই রাসমেলার মাঠে বসিয়ে দেওয়া যায়, তাহলে এঁরা মাথা ফাটাফাটি করে মরবে, কারন এদের মানচিত্র মিলবে না।”