নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- দলমার দলছুট দাঁতালের তান্ডবে নাজেহাল মানুষজন। শনিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চুনপাড়া ও বালিভাষা এলাকায় দাপিয়ে বেড়ালো দলছুট একটি দাঁতাল হাতি। শনিবার সাত সকালে বাড়ির সামনে দাঁতাল হাতির দাদাগিরি দেখে ছোটাছুটি করেন এলাকাবাসী। এমনকি গ্ৰামীন রাস্তার উপর দাঁপিয়ে বেড়ানোর ফলে রাস্তায় তৈরি হয় যানজট। সমস্যায় পড়তে হয় সাধারণত মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য নয়াগ্ৰাম থেকে সাঁকরাইলে প্রবেশ করেছে দলছুট দাঁতাল হাতিটি।বেশ কিছু দিন ধরে এলাকায় ঘুরে বেরাচ্ছে দলমার দলছুট দাঁতালটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন বিভাগের কর্মীরা। শেষমেশ স্থানীয় বাসিন্দা ও বনদপ্তরের কর্মীদের চেষ্ঠায় দাঁতালটি কে জঙ্গলে ফেরত পাঠানো হয়। সাধারণ মানুষের দাবী জঙ্গলে খাবার নেই। খাবারের খোঁজে লোকালয়ে চলে আসছে হাতির দল। দিনের পর দিন একই ঘটনায়, ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। কবে হবে হাতির সমস্যার সমাধান তা নিয়ে প্রশ্ন তুলেছে সাঁকরাইলের মানুষজন। এছাড়াও ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, ঝাড়গ্রাম ,জামবনি, বিনপুর ,লালগড় থানা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতি। যার ফলে সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগুয়া গ্রামগুলির বাসিন্দারা। যেভাবে প্রকাশ্য দিবালোকে লোকালয়ে ঢুকে হাতির দল তান্ডব শুরু করেছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। বন দফতর এর পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে বনদপ্তরের কর্মীরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় লোকালয়ে ঢুকে পড়লো দল ছুট হাতি...