নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- স্বাধীনতার ৭৫ বছরে আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে দেশভাগের একাধিক ছবি প্রদর্শনীর আয়োজন করল জলপাইগুড়ি বড় পোস্ট অফিস কর্তৃপক্ষ। দেশ স্বাধীনের সময় ১৪ অগস্টের কি ধরণের দৃশ্য উঠে এসেছিল সবটাই তুলে ধরা হয় ছবি প্রদর্শনীর মধ্য দিয়ে। দেশ ভাগের সময় ওপার বাংলা থেকে এপার বাংলা কিভাবে এসেছিলেন এরকমই করুন ছবি তুলে ধরা হয়। দেশ স্বাধীনতার আজাদি কা অমৃত মহোৎসবকে কেন্দ্র করে এই প্রথম এই ধরণের ছবি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার উদ্যোগে খুশি সাধারণ মানুষ। দেশ ভাগের পরিস্থিতি পেপার কাটিং এর মাধ্যমে ৫২টি ছবি তুলে ধরা হয়েছে বলে জানালেন বড় পোস্ট অফিসের অ্যাসিটেন্ট সুপারিটেন্টট অজয় শেরপা। এদিনের ছবি প্রদর্শনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ডক্টর আনন্দ গোপাল ঘোষ। তিনি বলেন,”কেন্দ্র সরকারের খুবই ভাল উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু যে সব বিপ্লবীরা আন্দামান গিয়েছিলেন জীবন দান করেছেন তাদের কিছু ছবি তুলে ধরলে আরও ভাল হত। যেমন ক্ষুদিরাম, মাস্টার দা সূর্যসেন এই ধরণের ছবি তুলে ধরা উচিত ছিল।”