আবদুল হাই, বাঁকুড়া:- মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, বরাবরই গরিব মানুষের পাশে রবিনহুডের মত আছেন।। পশ্চিমবঙ্গ সরকারের একটি মানবিক শুভ উদ্যোগ হল কন্যাশ্রী প্রকল্প। এ প্রকল্প ২০১৩ সালের ১৪ই আগস্ট চালু হয়। আজ ১৪ই আগস্ট, ২০২২ কন্যাশ্রী দিবস। এই প্রকল্পের আসল উদ্দেশ্য হল অর্থনৈতিক ভাবে পশ্চাদপদ পরিবারগুলিকে নগদ সহায়তা দানের মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়ন। এর বহুবিধ সুফল আছে। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয় ছুট ছাত্রীদের সংখ্যা অনেক অনেক কমে গেছে। গ্রামবাংলায় 18 বছর বয়সের আগে বিবাহ রোধ করা গেছে। পরিবার গুলির মুখে হাসি ফুটেছে। কন্যাশ্রী প্রাপ্ত অর্থে পড়াশোনার খরচ চালানো সহজ হয়ে গেছে। তাই বিদ্যালয়ের মুখী ছাত্রীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ তথা ভারতের গর্ব। এই প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।