স্বাধীনতা সংগ্রামী তথা ভারতবর্ষের প্রথম শিক্ষা মন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের পুর্ণাবয়ব মুর্তির উন্মোচন কান্দিতে।

0
206

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- স্বাধীনতা সংগ্রামী তথা ভারতবর্ষের প্রথম শিক্ষা মন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের পুর্ণাবয়ব মুর্তির উন্মোচন করলেন কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার ।কান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভার উদ্যোগে এই মুর্তি তৈরি করা হয়। এদিনের এই মুর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক একাধিক পৌরসদস্য ও সদস্যারা ও বিশিষ্টজনেরা । আগামী প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রামী ও মনীষি দের সন্মদ্ধে জ্ঞানের বিকাশ ঘটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান অপূর্ব সরকার। মুর্তি উন্মোচনের পাশাপাশি এলাকার বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।