করোনা অবহ কাটিয়ে দুবছর পর ফের ছন্দে ফিরলো শিবের মাথার জল ঢালার ভীর ।

0
395

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- করোনা অবহ কাটিয়ে দুবছর পর ফের ছন্দে ফিরলো শিবের মাথার জল ঢালার ভীর । তারকেশ্বরের পাশাপাশি বিভিন্ন শিব মন্দিরে জল ঢালতে ভিড় জমাচ্ছেন পূরনারথিরা। শান্তিপুর থানা অন্তর্গত ফুলিয়া বয়রাঘাটে সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় থেকে মানুষজন গঙ্গায় স্নান করে বাদকুলা শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পায়ে হেঁটে। প্রচুর ভিড়ের কারণে শান্তিপুর থানার পক্ষ থেকে বয়রা গঙ্গার ঘাটে মুতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। ফুলিয়া বয়রা ঘাট থেকে বাদকুল্লা পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার পথ গঙ্গা স্নান করে পায়ে হেটে রওনা দিলেন জল ঢালতে । পুণ্যার্থীরা বলেন প্রতিবছরই আমরা জল ঢালতে যাই কিন্তু করোনা আবহাওয়ার কারণে দু বছর শিব মন্দির গুলো বন্ধ ছিল তাই আমরা জল ঢালতে পারিনি। পূর্ণ লাভের আশায় পুন্যার্থীরা , তাই দূর দুরন্ত থেকে মানুষ আজ ফুলিয়ার বয়রাঘাটে স্নান করে জল নিয়ে যাচ্ছেন বাদকুল্লায় শিবের মাথায় জল ঢালতে।