দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের শহীদ নগর গ্রামের খগেন্দ্র নাথ স্মৃতি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে পালিত হয় ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস। এদিন স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে ঝড়খালী গ্রাম পঞ্চায়েত এলাকার ৮ টি স্কুলের ৩৫০ জন ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেন। সেদিন ইস্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের প্রধান শিক্ষক দেব্রত বেরা। স্কুল ছাত্র-ছাত্রীদের কে সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে যায় ২১০ ফুটের তেরঙ্গা পতাকা কাধে নেওয়ার জন্য । তিন কিলোমিটার গ্রামের আঁকাবাঁকা পথ ধরে হেটে চলে স্কুলের ছাত্র ছাত্রীরা তেরঙ্গা পতাকা কাধে নিয়ে। বিভিন্ন স্লোগান দিয়ে জাতীয় পতাকার আদলে তৈরি তিরঙ্গা পতাকা কাঁধে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এরপর স্কুল ছাত্র-ছাত্রীদের একত্রিত করা হয় স্কুলের কমিউনিটি হলে। সেখানে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান, কবিতা আবৃতি, বক্তৃতা ও ক্যুইজ।
দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে স্কুলের ছাত্র ছাত্রীরা কোনো অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেনি Goonj S2S Activity মাধ্যমে এই অনুষ্ঠানটি ছাত্র ছাত্রীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানের শেষে সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া ও একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেওয়া।