স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে রানাঘাট বয়েজ ক্লাবের দুর্গা পুজোর খুঁটি পূজো আয়োজিত হলো।

0
329

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে রানাঘাট বয়েজ ক্লাবের দুর্গা পুজোর খুঁটি পূজো আয়োজিত হলো। রানাঘাট নাসরাপাড়া বয়েজ ক্লাবের দুর্গাপুজো এবার ৬২ তম বর্ষে পদার্পণ করল।বয়েজ ক্লাবের এবারের দুর্গাপুজোর থিম “হীরক রাজার দেশে”।বয়েজ ক্লাবের দুর্গাপুজো উপলক্ষে উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, সমাজসেবী রাকেশ আলী সহ বয়েজ ক্লাবের কর্মকর্তা বৃন্দ। সমস্ত আচার অনুষ্ঠান মেনে এদিন বয়েজ ক্লাবের খুঁটি পুজো সমাপন হয়।