আমন মন্ডল,আকবর দালাল,মুন্না মন্ডলরা সারারাত জেগে শিব ভক্তদের পায়ের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিল।

0
284

আবদুল হাই, বাঁকুড়াঃ শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা থেকে জল নিয়ে এসে শ্রাবণ মাসের প্রতি সোমবার ভক্তরা বিভিন্ন মন্দিরে জল ঢ়ালার প্রথা বহুদিনের। জেলার বিভিন্ন প্রান্তের ভক্তরা পায়ে হেঁটে শুশুনিয়া থেকে জল নিয়ে শিব ঠাকুরের মাথায় ঢালে। ভারতবর্ষের সংস্কৃতি যে সহমর্মিতার তা আবারও সেই দুর্লভ চিত্র দেখা গেল। শিবের মাথায় জল ঢালা হিন্দু সম্প্রদায়ের কাছে পবিত্র মাস হল শ্রাবণ মাস। পবিত্র শ্রাবণ মাসের জল আনাকে কেন্দ্র করে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী ছবি ধরা পড়লো। যেসব ভক্তরা দীর্ঘপথ পায়ে হেঁটে ক্লান্ত হয়ে পড়ছে তাদের জন্য বাঁকুড়ার কেঠারডাঙা একটি ক্লাবের পক্ষ থেকে পূর্ণীর্থীদের বিশ্রামের জন্য ব্যবস্থা করে মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা। পূর্ণার্থীরা দীর্ঘপথ পায়ে হেঁটে আসার ফলে অনেকেরই পায়ের পাতায় ছিঁড়া যায়। সেই ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে আমন মন্ডল,বাপি মন্ডল,বিশু মন্ডল,জান মহম্মদ খান সহ অন্যান্য মুসলিম ভাইয়েরা।সারা রাত জেগে মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে শিব ভক্তদের হাতে জলের বোতল ও শুকনো খাবার তুলে দেওয়ার বিরল ছবি ধরা পড়লো। আজকের এই দুর্লভ চিত্র যেন কবির ভাষাকে আবারও নতুন করে প্রাণ দেয় – মোরা একই বৃত্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান।