পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এই দলটা শুধু সন্ত্রাসবাদী নয়,রাষ্ট্রবিরোধী, মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার রেলশহর খড়্গপুরের বারবেটিয়া এলাকার বাসিন্দা শহীদ বাপ্পাদিত্য খুঁটিয়ার আবক্ষ মুক্তি উন্মোচন করতে এসে তৃণমূলকে এভাবেই নিশানা করলেন তিনি, প্রসঙ্গত লাদাখে ভয়াবহ পথ দূর্ঘটনায় শহীদ হয়েছেন।তুরতুক সেক্টরে শিয়ক নদীতে পড়ে যায় সেনাবাহিনীর বাস।
জওয়ান বাপ্পাদিত্যের মূর্তির আভরণ উন্মোচন করলেন রাজ্যসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই দিন জাতীয় পতাকা হাতে মিছিল হয় খড়্গপুর শহরে। পরে জাতীয় পতাকা উত্তোলন করে শ্রদ্ধা জানানো হয়।ছিলেন খড়্গপুরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এখানের মুখ্যমন্ত্রী বলছেন তুই কে রে? তোর কথায় পতাকা লাগাতে হবে, যেখানে হর ঘরপে তিরঙ্গা প্রধানমন্ত্রীর এই বার্তাকে উপেক্ষা করে গোটা দেশ তিরঙ্গায় ভরে উঠেছিল, সেখানে নবান্নে নীল আলো জ্বলছে, মুর্শিদাবাদের লালবাগে ঝাণ্ডার বাস ধরে টানাটানি করছে পুলিশ সেই প্রসঙ্গ নিয়েও কার্যত শাসক দলকে নিশানা করলেন তিনি।
Home রাজ্য দক্ষিণ বাংলা এই দলটা শুধু সন্ত্রাসবাদী নয়, রাষ্ট্রবিরোধী, খড়গপুর থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দুর।