“পুলিশ সিভিক ভলান্টিায়ার দিয়ে মাওবাদীদের পোস্টার লাগিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে কেস দিচ্ছে”- সুকান্ত মজুমদার।

0
318

ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা:-“পুলিশ সিভিক ভলান্টিায়ার দিয়ে মাওবাদীদের পোস্টার লাগিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে কেস দিচ্ছে” বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । মঙ্গলবার ঝাড়গ্রামে “চোরেদের জেলে ভরো, মমতা গদি ছাড়ো” এই স্লোগান তুলে ধিক্কার মিছিল করে বিজেপি । মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । এদিনের মিছিলে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে । মিছিলের মধ্যে রাজ্য সভাপতি মাদল বাজিয়ে এবং জেলা সভাপতি তুফান মাহাত ধমসা বাজিয়ে মিছিল করে । ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠ থেকে মিছিল শুরু হয়ে ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে মিছিল শেষ হয় । পাঁচমাথা মোড় সংলগ্ন সুভাষ পার্ক এলাকায় পথসভা করে সুকান্ত মজুমদার । এদিন তিনি বক্তব্য রাখার সময় মাওবাদী প্রসঙ্গে সুকান্ত বলেন, ঝাড়গ্রামের ভাইয়েরা লড়াই করছে। এখানকার পুলিশ সিভিক ভলান্টিায়ার দিয়ে মাওবাদীদের পোস্টার লাগাচ্ছে, বিজেপি নেতাদের বিরুদ্ধে কেস দিচ্ছে। পুলিশের কাজ এটা? সংবিধানের দায়িত্ব নিয়ে এসেছেন। খাঁকি পোশাকে অশোক স্তম্ভ লাগানো আছে। হাওয়াই চটি লাগানো নেই। অশোক স্তম্ভ লাগিয়ে তৃণমূলের হয়ে খেলেছেন। এরপর খেলতে নামলে মনে রাখবেন, ফুটবল খেললে একটি মারামারি হয়ে যায়। ফাউল হয়ে যায়। তখন পা ভাঙলে দোষ আমাদের হবে না। জঙ্গলমহলে বিজেপির নেতা কর্মীদের রেকর্ড আছে পা ভাঙার রেকর্ড আছে। আমরা চায় না সেটা হোক। পরে সুকান্ত সাংবাদিকদের বলেন, ‘‘পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে বলেছি। পুলিশ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ না করলে জন আক্রোশ হবে। এর আগে পা ভেঙে ছিল। সেই ঘটনা আমি উল্লেখ করেছি।’’