নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন পাট শ্রমিকরা।মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর থানা আই এন টি টি ইউ সি সংগঠনের প্রায় দুই শতাধিক পাট গোলা শ্রমিক হরিশ্চন্দ্রপুরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন।এদিন হরিশ্চন্দ্রপুর হাসপাতাল মোড় থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল।হরিশ্চন্দ্রপুর বাস স্ট্যান্ড হয়ে শহিদ মোড়ে এসে শেষ হয়।
পাট শ্রমিকদের দাবি,নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের সঙ্গে তাল মিলিয়ে তাদের মজুরি বৃদ্ধি করতে হবে।পাটের বেল বাধার রেট ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করতে হবে,পাটের বেলের ওজন কমাতে হবে। টিফিন খরচ হিসেবে ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করতে হবে,বোনাসের পরিমাণ বাড়াতে হবে,প্রতিটা শ্রমিকের বডি ইন্সুরেন্স করাতে হবে,গোলায় কাজ করার সময় কোনো শ্রমিক অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে আর শ্রমিকদের সঙ্গে সুষ্ঠু ব্যবহার করতে হবে।এদিন বিভিন্ন দাবি জানানোর পাশাপাশি গোলা মালিকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেন পাট শ্রমিকরা।অভিযোগ,বেল ১৪০ কেজি ওজনে বাঁধানোর কথা থাকলেও গোলা মালিকরা জোর করে ১৫০ কেজি ওজনে বাঁধাচ্ছে,যা সব শ্রমিকের পক্ষে মাথায় তোলা সম্ভব হচ্ছে না।গাড়িতে ৬৫ টি টা বেল লোড করার কথা থাকলেও মালিক পক্ষ জোর করে ৭০ থেকে ৭২ টা বেল লোড করাচ্ছে। এতে অতিরিক্ত কোনো মজুরি দেই না মালিক। অনেক শ্রমিক কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে,মালিক কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ দেইনি।
শ্রমিকদের দাবি না মানলে কোনো শ্রমিক গোলায় কাজ করতে যাবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিক সংগঠন।