নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাত পোহালেই মনসা পুজো।দেবী মনসার আরাধনায় মাতবে আপামর বাঙ্গালী।রানাঘাট ও রানাঘাট পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে শ্রাবণ মাসের শেষ দিনে হিন্দুধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে মনসা দেবীর পুজো অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আজ রানাঘাট সুভাষ এভিনিউ এ বিক্রি হলো মনসা মূর্তি। বিভিন্ন ধরনের মনসা মূর্তির পসরা সাজিয়ে বসেছেন মৃৎশিল্পীরা। পাওয়া যাচ্ছে বিভিন্ন সাইজের মনসা মূর্তি। সাইজ অনুযায়ী মূর্তির দাম নির্ধারণ করা হয়েছে। তবে গত বছরের থেকে এবার মূর্তির দাম অনেকটাই বেশি। মাটির মূর্তি তৈরি বিভিন্ন সরঞ্জামের দাম বাড়ার কারণেই মনসা ঠাকুরের মূর্তির দাম বেড়েছে বলে জানালেন মৃৎশিল্পীরা।