এবার মালদায় সমুদ্র, পর্যটকদের ভীড়!!

0
1177

নিজস্ব সংবাদদাতা, মালদা:–এবার মালদায় সমুদ্র।সমুদ্র দেখতে সবারই ভালো লাগে। সমুদ্র বলতে আমরা জানি দীঘা পুরীর,তবে বাড়ির পাশেই জেলা বাসি এখন সমুদ্রের অনুভব করতে দেখা গিয়েছে, জলের স্রোতে সমুদ্র কে দেখে অনুভব করছে। ভাবতে অবাক লাগছে তাইনা । ঘটনা কিছুটা হলেও সত্য মালদা শহর থেকে কিছু টা দুরে মালদা থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটরা বিল নামে পরিচিত এখন মিনি দীঘা পরিনত হয়েছে।মালদা জেলা বাসী কাছে এখন সমুদ্র পরিচিত। সমুদ্রের মতোই তীব্র জলের স্রোত দেখে অনেকেই অনুভব করছে। মালদার এই ভাটরা বিল পর্যটকের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। মালদা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই ভাটরা বিল। বর্ষার সময় বৃষ্টির জলে ভরে যায় এই বিল। আবার গ্রীষ্মের সময় এই বিলে আর জল থাকে না। তবে এবার জেলায় বর্ষার বৃষ্টি অনেকটাই কম। যার ফলে বিলে তাও জলস্রোত কমেনি আর সেই জলস্রোত দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন পর্যটকরা। জেলার বিভিন্ন ব্লোক থেকে শুরু করে প্রতিবেশী জেলা এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও এই ভাটরা বিল যাকে মিনি দিঘা বলে সকলে চেনে সবাই একবার দেখতে আসেন। একসময় নৌকা ও চলতো এই বিলে। তবে প্রশাসনের কড়া নির্দেশে এখন আর নৌকা চলেনা। তবে এবার ভাটরা বিলে যাওয়ার রাস্তাটা বেহাল হয়ে পড়েছে। পর্যটকদের দাবি এই ভাটরা বিল থেকে পর্যটন হিসাবে গড়ে তোলা হোক পাশাপাশি এখানে আসতে রাস্তাগুলির ও মেরামত করে ঠিক করা উচিত। এই প্রসঙ্গে জেলা শাসক নীতিন সিংহানিয়া জানান দিনে দিনে খুব জনপ্রিয় হয়ে উঠছে এই ভাটরা বিল । তাই পর্যটকদের দেখতে যাতে কোন রকম অসুবিধা না হয় সে বিষয়ে আমরা বিভিন্ন বিষয় দেখছি ।পাশাপাশি নিরাপত্তার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। আর ভাটরা ভিলে যেতে যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটিকেও বর্ষার পর আমরা রাস্তার কাজ শুরু করব।