নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- বাল্যবিবাহ রোধ করতে স্বাস্থ্য দফতর তরফে চলছে সচেতন শিবির।এদিন দেখা গিয়েছে হবিবপুর থানার আই সি সুবীর কর্মকার,সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা, দাল্লা চন্দ্র মোহন বিদ্যালয়ে উপস্থিত হয়।নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনা শিবির অনুষ্ঠিত করেন সেই আলোচনার মধ্যে ছাত্র ছাত্রী মধ্যে সেই এলাকায় সহ বিভিন্ন এলাকায় অল্প বয়সে বাল্য বিবাহ,নারী ও শিশু পাচার,শিশুশ্রম,বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা শিবির হয়। বর্তমানে ছেলে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হয়।কখনো পারিবারিক অভাবের তাড়নায় আবার কখনো বাবা মায়ের নিজ সম্মতি তথা ধোনী পাত্র পেয়ে যাওয়ার কারণে বিয়ে দেওয়া হয়। বাল্য বিবাহ রোধে তাদের ছেলে-মেয়েদের কতটা বিপদের সম্মুখীন হতে হয়।প্রতিটা পরিবার প্রতিটা বাবা-মা চাই তাদের সন্তান যেন ভালো থাকে। কিন্তু তাদের ভালো করার মাঝ থেকে তাদের ক্ষতি করে ফেলেন তারা এই বাল্য বিবাহের ফলে,বলে মনে করছেন স্বাস্থ্য দফতর ও প্রশাসনিক মহল।শিক্ষামহলের দাবি,বাল্যবিবাহের ফলে মেয়েদের লেখাপড়া মান কমে যায়,পড়ে যায় সাংসারিক চাপ।তাদের আয় রোজগার কমে যেতে পারে এবং তারা ব্যাপক হারে পারিবারিক সহিংসতার শিকার হতে পারে।
এছাড়াও বাল্যবিবাহের পর গর্ভকালীন জটিলতা থেকে তারা মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারে, যা মাতৃ ও শিশুমৃত্যুর হার বাড়িয়ে দেবে বলে আশঙ্কা।
স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল প্রতিদিন স্কুলে স্কুলে গিয়ে সেই সচেতনমূলক প্রচার চালাচ্ছেন।
এদিন ছাত্রছাত্রীদের একজোট করে লাইভ প্রজেক্টরের মাধ্যমে হবিবপুর থানার আইসি সুবীর কর্মকার, দাল্লা চন্দ্র মোহন বিদ্যালয়ে সচেতন শিবির করাহয়।মিড ডে মিলের খাবারও গুণমান দেখতে ছাত্রদের সাথে লাইনে দাঁড়িয়ে মিড ডে মিলের খাবার নিলেন এবং ছাত্রদের সাথে একসাথে বসে খাবার খেলেন।