বিক্ষোভ দেখাতে এসে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন ছাত্র সংগঠন ডিএসও কর্মীরা।

0
387

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- বিক্ষোভ দেখাতে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল ছাত্র সংগঠন ডিএসও। আজ বিকেলে কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতরের সামনে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৫ জনকে আটক করে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ছাত্র সংগঠন ডিএসও’র অভিযোগ,গতকাল হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে ছাত্রদের বেতন কমানো নিয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরেও অধ্যক্ষ অস্বীকার করায় ছাত্র সংগঠন ডিএসও আন্দোলন করতে যায়। ওই সময় হলদিবাড়ি থানার পুলিশ এসে এক ছাত্রকে গলা টিপে ধরলে ওই ছাত্র গুরুতর ভাবে আহত হয়। পরে তাঁকে হলদিবাড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে যায় ডিএসও’র কর্মী সমর্থকরা। তখনই পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, ডেপুটেশন জমা দেওয়ার নির্দিষ্ট কিছু নিয়ম থাকে এবং সেই নিয়মের যথাযথ পালন হয়নি এখানে। তারা ডেপুটেশন জমা দিতে আসবে এবিষয়ে আমার কাছে কোন চিঠি জমা করেননি। এমনকি ডেপুটিশন শুধু জমা দিতে এসে শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং আমাদের মহিলা কনস্টেবলের ওপর হাত তুলেছেন। তাই তাদের আমরা গ্রেফতার করেছি এবং সংশ্লিষ্ট আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।