শতবর্ষ প্রাচীন আই‌এম‌এ ময়দানে প্রাচীর তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল।

0
181

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– শতবর্ষ প্রাচীন আই‌এম‌এ ময়দানে প্রাচীর তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বুধবার। স্থানীয় বাসিন্দা‌দের দাবি এই মাঠে গত ৬৫ বছর ধরে দুর্গা পুজো করে আসছেন এলাকার মানুষ।

জলপাইগুড়ি শহরের সমাজপাড়া এলাকায় অবস্থিত প্রাচীন ব্রাক্ষ্মসমাজের মাঠ বর্তমানে আই‌এম‌এ মাঠ বলেই পরিচিত। এই মাঠে সারা বছর ধরেই বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা সভা করেন। এছাড়া সমাজপাড়া‌র স্থানীয় বাসিন্দারা এখানে দুর্গা পুজো‌র আয়োজন করেন প্রতি বছর। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএম‌এ) কর্তৃপক্ষ বুধবার সকালে একটি জেসিবি মেশিন দিয়ে গর্ত খুঁড়ে এই মাঠের চারদিকে দেওয়াল তোলার পরিকল্পনা নেয়। যদিও এই ঘটনার বিরোধিতা করে ময়দানে নামেন এলাকার শতাধিক মানুষ। তারা সমস্ত কাজ বন্ধ করে দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা কৃষ্ণা ঘোষ বলেন, এই মাঠে কিছুতেই তারা দেওয়াল তুলতে দেবেন না। এই নিয়ে আই‌এম‌এ কর্তৃপক্ষ‌কে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার দাবি জানান তিনি। অন‍্যদিকে আইএম‌এ-র জেলা সম্পাদক ডাঃ সুশান্ত রায় বলেন, এখানে একটি পার্ক গড়ে তোলা সহ বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এজন্য দেওয়াল তোলার কাজ শুরু করা হয়েছিল।