সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী বৃহষ্পতিবার থেকে শুরু হয়েছে দমকা হাওয়া ও বৃষ্টিপাত।প্রাকৃতিক দুর্যোগে শুক্রবার সকালে ক্যানিং বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকার ক্যানিং-বারুইপুর রোডের ফুটপাথের রেলিং আচমকা ভেঙে পড়ে রাস্তার উপর।ঘটনায় কোন হতাহত না হলেও শুরু হয় যানজট।এমন খবর দ্রুততার সাথে পৌঁছে যায় স্থানীয় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের কাছে।প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বিধায়ক তাঁর সাঙ্গোপাঙ্গোদের নিয়ে তড়িঘড়ি ক্যানিং বাসষ্ট্যান্ডে হাজীর হন।সেখানে তিনি রাস্তার উপর থেকে ভেঙে পড়া রেলিং সরানোর কাজে তদারকি করেন।রাস্তার উপর ভেঙে পড়া ফুটপাথের রেলিং সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র।প্রায় মিনিট ত্রিশের মধ্যে রাস্তা পরিষ্কার হয়ে গেলে নির্বিঘ্নে যান চলাচল শুরু হয়।
ঘটনা প্রসঙ্গে বিধায়ক জানিয়েছেন ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্যানিং বাসষ্ট্যান্ডে ফুটপাথের রেলিং আচমকা ভেঙে রাস্তার উপর পড়ে যায়।সাধারণ মানুষ সহ যান চলাচলে যাতে করে বিঘ্ন না ঘটে তারজন্য তড়িঘড়ি রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়।কারণ সাধারণ মানুষ যাতে করে দুর্ভোগে না পড়ে তার জন্য আমরা সর্বদাই সজাগ রয়েছি। ’