মনিরুল হক, কোচবিহার: কোচবিহার সহ সারা জেলায় দাবা নিয়ে বিভিন্ন কর্মসূচি এবং ওয়ার্কশপের পরিকল্পনা নিয়ে কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন সারা কোচবিহার দাবা সংস্থার। এদিন ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম গ্রেন মাস্টার দিব্যেন্দু ভৌমিক।
এদিন সাংবাদিক বৈঠকে করে জানান, আমরা দাবা নিয়ে কোচবিহারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। কোচবিহারের বিভিন্ন সংস্থা এবং রাজ্যের প্রত্যেক জেলার ডিএসএ-র সাথেও কথা হয়েছে। ওরা এই বিষয়ে সাহায্য করবে বলে জানিয়েছেন। এছাড়াও শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও আমাদের আর্থিক সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের মূল উদ্দেশ্য হল, এই দাবা খেলাটাকে সারা দেশে সমৃদ্ধ করে তোলা। যেহেতু দাবা খেললে বুদ্ধি বাড়ে। ব্রেইন সেল গুলো সতেজ হয়। তাই আমরা এই দাবা খেলাটি বিভিন্ন বয়সের লোকেরাই খেলতে পারে বলে জানান তিনি।
Home রাজ্য উত্তর বাংলা দাবা খেলা নিয়ে নানা কর্মসূচি এবং ওয়ার্কশপের পরিকল্পনায় বৈঠক কোচবিহার দাবা সংস্থার।