পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রায় দু’বছর হয়ে গিয়েছে। ব্রিজ তৈরির জেরে গড়িমসি। দু’বছর গড়িয়ে গেলেও এগোয়নি কাজ। এই দিকে, বর্ষা শুরু হতেই ভেঙেছে পারাপারের বাঁশের সাঁকো। ফলত, ঝুঁকি নিয়েই নৌকো করে চলছে পারাপার। যার জেরে ক্ষোভ বাড়ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের কৃষ্ণপুর এলাকার বাসিন্দাদের। অস্থায়ীভাবে নদীর মধ্য দিয়ে রাস্তা তৈরি করে চলছিল যাতায়াত বর্ষনামায় বৃষ্টির জলে ভেঙে গিয়েই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কৃষ্ণপুর সহ বিস্তীর্ণ এলাকা। নদীতে জীবনের ঝুঁকি নিয়েই নৌকোয় চড়ে চলেছে পারাপার। বাসিন্দাদের দাবি এইভাবে পারাপার করতে কার্যত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকায় বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের। সমস্যার মধ্য দিয়েও প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে কয়েকশো ছাত্রছাত্রীদের। সরকারের কাছে আর্জি অতি দ্রুত যদি একটি ব্রিজ গড়ে তোলা যায় তাহলে তাদের অনেকটাই অসুবিধা হয় এই পারাপারে। নৌকার মাঝি জানিয়েছেন ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষদের। কখনো কখনো ভয়ও লাগছে তাকে! যদি কোন অসাবধানবশত দুর্ঘটনা ঘটে যায় তার দায় কে নেবে?