পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরের চিরিমারসাই শ্রী শ্রী রাধামাধব জিউ হাই স্কুলে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরি-চালনায় একটি আইনি সচেতনতা শিবিরের আয়ো জন করা হয়।এই শিবিরে বিনামূল্যে আইনি পরিষেবার বিভিন্ন দিক সহ মানব পাচার,বাল্য বিবাহ, সাইবার অপরাধ-এর সম্পর্কে আলোচনা করেন আইনী সহায়ক কাজী মহম্মদ মুর্তজা। এছাড়াও এই শিবিরটিতে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের প্রতিনিধি দীপক মুখার্জি ও খোকন বেরা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সমগ্র শিবির টি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। ছাত্র-ছাত্রী ও অভিভাৱকগন শিবিরটিতে উপস্থিত ছিলেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা মেদিনীপুর শহরের এক স্কুলে সাইবার ক্রাইম এবং বাল্যবিবাহ সম্পর্কিত আলোচনা শিবিরের আয়োজন।