শুক্রবার আলিপুরদুয়ার জেলা গজু রিও স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ক্যারাটে বেল্ট গ্রেডিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।

0
479

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার আলিপুরদুয়ার জেলা গজু রিও স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ক্যারাটে বেল্ট গ্রেডিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন ফালাকাটা ব্লকের জটেশ্বর সাহাপাড়া এলাকায় এই বেল্ট গ্রেডিং অনুষ্ঠিত হয়। বছরে দুই বার ক্যারাটে বেল্ট গ্রেডিং পদ্ধতির মূল্যায়ন হয় বলে জানান কোচিং সেন্টারের প্রশিক্ষক সত্যজিৎ বর্মন।