সাধারণ মানুষকে কাজ দেওয়ার নাম করে টাকা নিয়ে লোপাট এক ব্যক্তি এদিন তাকে পুলিশের হাতে তুলে দিল সাধারণ মানুষ।

0
288

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সাধারণ মানুষকে কাজ দেবে বলে লাখ লাখ টাকা নিয়ে বেপাত্তা এক ব্যক্তি। ঘটনাটি শান্তিপুর মৌচাক কলোনী এলাকার। প্রতিবেশী সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম গৌতম ভদ্র। এক ব্যক্তির অভিযোগ মেয়ের বিয়ের নাম করে তার কাছ থেকে টাকা নিয়েছে গৌতম ভদ্র। পাঁচ লাখ টাকা নিয়েছে প্রতিবেশী ওই ব্যক্তির কাছ থেকে। কয়েকজনের অভিযোগ তাঁতের কাপড় নিয়ে ৩০০ টাকার জায়গায় 200 টাকা বিল দিত আর ১০০ টাকা রেখেদিত গৌতম ভদ্র। এইভাবেই অনেকের কাছ থেকে টাকা নিয়েছে গৌতম ভদ্র। কারো কাছে পাঁচ লাখ, কারো কাছে ১২ লাখ, আবার কারো কাছে আড়াই লাখ, এইভাবে টাকা নিয়েছে। সাধারণ মানুষের অভিযোগ এইভাবে টাকা নিয়ে প্রায় 2 কোটি টাকা নিয়ে লোপাট দিয়েছিল গৌতম ভদ্র। সাধারণ মানুষ অভিযোগ করেন গৌতম ভদ্র আমাদের টাকা মেরে বাড়ি করেছেন, গাড়ি করেছেন। সাধারণ মানুষের টাকা মেরে তিনি দমদমে ফ্ল্যাট বাড়িও কিনেছেন। গৌতম ভদ্র পাবলিকের টাকা দিয়ে নিজের জামাইকে গাড়ি কিনে দিয়েছেন। এদিন গৌতম ভদ্র বাড়ি এলে সাধারণ মানুষ ভিড় জমায় তার বাড়িতে। সাধারণ মানুষ দাবি করে কেন তাদের টাকা নিয়ে তিনি বেপাত্তা হয়ে গিয়েছিলেন। সাধারণ মানুষের অভিযোগ তিনি কেন তাদের বিশ্বাসের সুযোগ নিয়ে এইরকম একটি জঘন্য কাজ করলেন। সাধারণ মানুষের দাবি গৌতম ভদ্রের অনেক সম্পত্তি রয়েছে। সাধারণ মানুষ বলেন গৌতম ভদ্র কে আমাদের সকলের টাকা ফিরিয়ে দিতে হবে। সাধারণ মানুষের দাবি তারা যেন তাদের কষ্টের টাকা ফিরে পাই। সাধারণ মানুষ থানায় গৌতম ভদ্রের নামে অভিযোগ করে অনেক আগেই। এদিন গৌতম ভদ্র বাড়ি এলে তাকে পুলিশের হাতে তুলে দেয় সাধারণ মানুষ