জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কেক কেটে প্রিয় গোপালের জন্মদিন পালন করলেন জলপাইগুড়ির এক তরুণী। চকোলেট ও ক্রিম সহ বিভিন্ন সুস্বাদু জিনিস দিয়ে কেক তৈরি করেছেন জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা এলাকার বাসিন্দা প্রিয়া দাস। শুক্রবার সন্ধ্যায় ওই কেক কেটে কৃষ্ণের জন্মদিনের অনুষ্ঠান করা হয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষে গোপালের প্রিয় খাবার ক্ষীর, মাখন ও লাড্ডু দিয়েই মূলত পুজো করেন সকলে। তবে চিরাচরিত সেই ধারাকে পরিবর্তন করে গোপালের জন্য বিশেষ কেক তৈরি করেছেন প্রিয়া। বিষয়টি নিয়ে বেশ উৎসাহী ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। প্রিয়া বলেন, আমরা সকলেই এখন কেক কেটে নিজেদের জন্মদিন পালন করি। তাই গোপালের জন্য সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই বিশেষ কেক তৈরি করা হয়েছে। এই কেক কেটেই সকলে মিলে গোপালের জন্মদিন পালন করছি আমরা।