খাদ্যের অভাবে বন থেকে বেরিয়ে লোকালয়ে এখন সবুজ ধান ক্ষেতে হানা দিচ্ছে হাতির দল।

0
1127

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ধানের বীজ রোপণ করার মাত্র মাসখানেক হয়েছে। সবেমাত্র ধান গাছের চারা গুলি তরতাজা সবুজ হতে চলেছে। এমনিতে ধান চাষের অনুকূল পরিবেশ নেই।তার উপর হাতির উপদ্রপ।খাদ্যের অভাবে বন থেকে বেরিয়ে লোকালয়ে এখন সবুজ ধান ক্ষেতে হানা দিচ্ছে হাতির দল। এমনি ঘটনা দেখা গেলো ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায়। দক্ষিণ খয়েরবাড়ি বন সংলগ্ন এলাকায় শুক্রবার গভীর রাতে হানা দেয় চারটি বুনো হাতি। হানা দিয়ে একপ্রকার সাবার করে দেয় স্থানীয় আব্দুল কাদেরের বিঘা দেড়েক ধান ক্ষেত। ক্ষতিগ্রস্ত অসহায় আব্দুল কাদের চায় আর্থিক সহযোগিতা। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে যান দক্ষিণ খয়েরবাড়ির বনকর্মীরা। সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বন দপ্তর।