নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মালদা গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ে।

0
263

নিজস্ব সংবাদদাতা, মালদা:- নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মালদা গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ে। গত দু’বছর করোণা সংক্রমণের জোরে এই কর্মসূচি বন্ধ ছিল। কিন্তু এবছর পরিস্থিতি স্বাভাবিক হতেই বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে আবৃতি ,অংকন এবং সংগীত চর্চার মাধ্যম দিয়ে ওই শিক্ষক সংগঠনের পক্ষ থেকেই বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে চলে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা। পরবর্তীতে উপযুক্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করার কথাও ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।