মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসারের লক্ষ্যে আজ রানাঘাটে গুরুত্ব সহকারে পালিত হলো জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস।

0
298

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসারের লক্ষ্যে আজ রানাঘাটে গুরুত্ব সহকারে পালিত হলো জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস।মানুষেরজ্ঞান, জীবনের জন্য বিজ্ঞান, সমাজের জন্য বিজ্ঞান’এই ভাবনাকে সামনে রেখে শনিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রানাঘাট শাখার উদ্যোগে রানাঘাট মালঞ্চ স্কুলে আয়োজিত হলো এক সেমিনার।জাতীয় বিজ্ঞানমনস্কতা দিবস উপলক্ষে হওয়া সেমিনারে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন।কুসংস্কার বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব ড: নরেন্দ্র
দাভোলকারের স্মরণে এই সেমিনার আয়োজিত হয়। সাধারণ মানুষকে কুসংস্কার ছেড়ে আরো বিজ্ঞানমনস্ক হওয়ার জন্য আহ্বান জানানো হয় এদিনের সেমিনার থেকে।