ঝাড়খন্ডের গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে কেশিয়াড়ি ও দাঁতন ব্লকের একাধিক এলাকা প্লাবনের আশঙ্কা।

0
247

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ঝাড়খন্ডের গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে সুবর্ণরেখা নদীতে জলস্ফীতি হয়েছে। ফলত পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ও দাঁতন ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী বিভিন্ন এলাকা প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। প্লাবনের আশঙ্কা থাকছে দাঁতনের বালিডাংরি, রাউতারাপুর, সহ বিভিন্ন এলাকা ও কেশিয়াড়ি ব্লকের অমিলাসাই, আটাঙ্গা সহ বেশ কয়েকটি এলাকা ।রবিবার ভোর থেকে ক্রমশ বাড়ছে নদীর জল। দুশ্চিন্তায় রয়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষজন। দাঁতন ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে সুবর্ণরেখা নদী তীরবর্তী বিভিন্ন এলাকা যেমন বালিডাংরি, বড়া, অন্ত্রি রাউতারাপুর সহ বেশ কয়েকটি এলাকায় প্রচার মাইকিং করছে প্রশাসন।
বন্যার আশঙ্কা থাকছে বলে জানাচ্ছ ব্লক প্রশাসন । আতঙ্কে রয়েছেন নদীর তীরবর্তী এলাকার মানুষজন।