পুজোর মরশুমে সুষ্ঠুভাবে ব্যবসা করার লক্ষ্যেই পথে নেমে রেলি করলো পশ্চিমবঙ্গ লাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশনের সদস্যরা।

0
209

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পুজোর মরশুমে সুষ্ঠুভাবে ব্যবসা করার লক্ষ্যেই পথে নেমে রেলি করলো পশ্চিমবঙ্গ লাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশনের সদস্যরা। রবিবার মালদা শহরে ২১ টি জেলার সংগঠনের প্রতিনিধিরা এসে জমায়েত হয়। এরপর গোটা শহর জুড়ে তারা মিছিল করেন। সংগঠনের সদস্যদের বক্তব্য, গত তিন বছর ধরে করোনা সংক্রমণের জেরে তাদের ব্যবসা লাটে উঠেছে। এবছর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এক্ষেত্রে পূজার মরশুমে যাতে পুলিশ ও প্রশাসন সুষ্ঠুভাবে তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে, সেই দাবি মূলত তুলে ধরা হয়েছে । এবং যেসব পুজো কর্তৃপক্ষ ন্যায্য মূল্যে লাইট এবং সাউন্ড ভাড়া নেবে, তারা যেন নির্দিষ্টভাবেই সেই টাকা মিটিয়ে দেয়, সে ক্ষেত্রে প্রশাসনের কাছে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এদিন ওই সংগঠনের বিশাল মিছিল মালদা শহর পরিক্রমা করে।