আবদুল হাই, বাঁকুড়াঃ দলমার দামালদের হানা অব্যাহত বাঁকুড়ার গ্রামে। এবার বড়জোড়ার কোচকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ে হানা দিল দলছুট এক দাঁতাল। শনিবার রাতে ঐ প্রাথমিক বিদ্যালয়ে মজুত রাখা মিড ডে মিলের চাল খেয়ে নেয় বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, বড়জোড়া বনাঞ্চলে বেশ কয়েকটি ‘আবাসিক হাতি’ রয়েছে। তার মধ্য থেকেই রাতের অন্ধকারে একটি দলছুট হাতি ঐ গ্রামে ঢুকে পড়ে। দরজা ভেঙ্গে ভীতরে ঢুকে মিড ডে মিলের চাল খেয়ে ফের জঙ্গলে ফিরে যায়। মূলতঃ জঙ্গলে খাবারের সংকট দেখা দেওয়ায় হাতির দল বারবার লোকালয়ে ঢুকে পড়ছে বলে অনেকে মনে করছেন। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভূগছেন ঐ এলাকার জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ। দ্রুততার সঙ্গে হাতি সমস্যা সমাধানের দাবিও জোরালো হচ্ছে।
বনদপ্তরের পক্ষ থেকে ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারী নিয়মানুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।