পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের বড়রাংকুয়া গ্রামে, স্থানীয় সূত্রে জানা যায় রাস্তার উপর ছিড়ে পড়ে থাকা বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই যুবকের। অভিযোগ, গত দু দিন ধরে ঝড়ে ছিঁড়ে পড়ে রয়েছে বিদ্যুৎয়ের লাইন। ওই বিদ্যুতের ছেঁড়া লাইন সারাইয়ের জন্য গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তর কে জানালে দপ্তরের সংশ্লিষ্ট কর্মীরা টাকা না দিলে সারাই হবে না বলে জানিয়ে দেন। এবং এও বলেন নিজেরা সারাই করে নিন এমনটাই অভিযোগ স্থানীয়দের। আর সেই ভাবে থেকে যায় ছেঁড়া লাইন।সেই লাইনেই হয় দুর্ঘটনা, এমন অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। রাস্তা অবরোধ করে বিক্ষোভ, জানা গিয়েছে মৃত যুবকের নাম নিমাই জানা, বয়স আনুমানিক ৩৫ বছর, দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতি ও বিদ্যুৎ দপ্তর ইলেকট্রনিকের লাইন মেরামতি না করায় ওই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ঘটে। এলাকার মানুষের অভিযোগ, বারবার বিদ্যুৎ দপ্তরকে জানিও কোন কাজ হয়নি এমনকি তাদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরে লোককে জানালে বলা হয় টাকা দিলে কাজ করা হবে, অন্যথায় আপনারা করে নিন। শনিবার গ্রামবাসীরা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি অবিলম্বে এই যুবকের উপযুক্ত ক্ষতি পুরনের ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শাস্তির দাবিও জানান বিক্ষোভ কারীরা। ঘটনার খবর পেয়ে রামনগর থানার ওসি সৌরভ চিন্নার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। পরে পুলিশে আশ্বাসে ওঠে অবরোধ।
Home রাজ্য দক্ষিণ বাংলা বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রামনগরের বড়রাংকুয়াতে।