জলপাইগুড়ির একশো বারো টি সার্বজনীন দূর্গা পুজো কমিটিকে নিয়ে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক আয়োজিত হলো জেলা পরিষদে।

0
298

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ির একশো বারো টি সার্বজনীন দূর্গা পুজো কমিটিকে নিয়ে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক আয়োজিত হলো জেলা পরিষদে।
সোমবার রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলা পরিষদের সভা কক্ষে আসন্ন দূর্গা উৎসব কে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করলো কমিটির সদস্যরা,
এদিন কলকাতা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এবারে ক্লাব গুলোকে ৬০হাজার টাকা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিলের,৬০ শতাংশ মুকুব করা হবে।
তবে যে হেতু ইউনেস্ককো দূর্গা পুজোকে ওয়ার্ল্ড হেরিটেজ বলে স্বীকৃতি দিয়েছে, সেই কারণে ১লা সেপ্টেম্বর থেকেই এবার শুরু হবে দূর্গা উৎসবের,
এই প্রসঙ্গে, সদর বি ডি ও,দেবাশীষ মন্ডল, জানান, আগামী ১ লা সেপ্টেম্বর এই উপলক্ষে সমস্ত পুজো কমিটিকে নিয়ে একটি বর্ণাডহো শোভাযাত্রার আয়োজন করা হবে।

অপরদিকে পুজোর খরচ বাবদ ৬০ হাজার টাকা দেবার যে কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, তাকেও স্বাগত জানিয়েছে বিভিন্ন পুজো কমিটির সদস্যরা।