নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দাম বৃদ্ধির কারণে রানাঘাটে কমলো দুধের বিক্রি। গত সপ্তাহে ফের একবার দাম বৃদ্ধি হয়, মাদার ডেয়ারি ও আমূল দুধের। লিটার প্রতি দাম বাড়ে দু টাকা করে।দুধের ওপর জিএসটি বসার কারণেই দুধের দাম বৃদ্ধি হয়েছে। দুধের দাম বৃদ্ধি হওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে দুধ বিক্রেতারা। দাম বৃদ্ধির কারণে বিক্রি কমেছে অনেকটাই।নতুন মূল্য অনুযায়ী আমূল গোল্ডের ৫০০ মিলির প্যাকেটের দাম বেড়ে হয়েছে ৩১ টাকা। আমূল তাজার ৫০০ মিলির প্যাকেটের দাম বেড়ে হয়েছে ২৫ টাকা, আমূল শক্তির ৫০০ মিলির প্যাকেটের দাম হয়েছে ২৮ টাকা।