নদীভাঙ্গনে বিপন্ন আলিপুরদুয়ারের বনচুকামারী গ্রাম পঞ্চায়েতে, মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ।

0
405

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নদীভাঙ্গনে বিপন্ন আলিপুরদুয়ারের বনচুকামারী গ্রাম পঞ্চায়েতে।নদীভাঙ্গনে প্রশাসন কোন ব্যাবস্থা নেয়নি।সোমবার ওই আদিবাসী এলাকার বাসিন্দারা বাচ্চা কোলে নিয়ে এসে মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল মহকুমাশাসকের সঙ্গে দেখা করে ওই গ্রামের দুর্দশার কথা জানিয়ে একটি স্মারকলিপিও দিয়েছেন। জানা গিয়েছে, বনচুকামারী গ্রাম পঞ্চায়েতের ওই এলাকা আদিবাসী অধ্যূষিত।গরম নদী ওই গ্রাম কে গিলে খাচ্ছে।ইতিমধ্যে ৪০ টি পরিবার নদীভাঙ্গনে সর্বস্বান্ত হয়েছেন। এদিন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, ইতিমধ্যে ওই গ্রামে আমি পরিদর্শনে গিয়েছিলাম।গরম নদীর ভাঙ্গনে বিপন্ন এলাকা।বন্যায় বাঁধ উড়ে গেছে।সেচ দফতর নতুন করে বাঁধ দেয়নি।ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন, গরম নদীর ভাঙ্গনে এলাকায় বহু ক্ষতি হচ্ছে।ইতিমধ্যে ৪০ টি বাড়ি ভেঙ্গে গেছে।প্রশাসন কে জানানো হলো প্রশাসন ব্যাবস্থা না নিলে এই নিয়ে বড় আন্দোলন হবে।