পঞ্চায়েত ভোটে তারা ডান্ডা নিয়ে চলে এলে আমিও ঝান্ডা নিয়ে নয় ডান্ডা নিয়ে তাড়া করব : মীনাক্ষী মুখোপাধ্যায়।

0
294

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- চোর ধরো জেল ভরো এই স্লোগানকে সামনে রেখে ইতিমধ্যেই পথে নেমেছে সিপিআইএম এবং সিপিআইএম সমর্থিত বিভিন্ন শাখা সংগঠন। আজ বর্ধমান শহরে ডিওয়াইএফআই এর তরফে এই কর্মসূচি করা হয়। মিছিল করে এসে বর্ধমান শহরের কার্জন গেটের বক্তৃতা রাখেন ডিওয়াই এফআইএর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচিতে নেমে পড়েছে সিপিআইএম। মূলত স্বচ্ছভোট ও মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়াই তাদের মূল লক্ষ্য। আগামী ২০শে সেপ্টেম্বর কলকাতার ধর্মতলায় সভা করবে ডিওয়াইএফআই। সোমবার বিকালে বর্ধমান শহরের কার্জন গেটে এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন ডিওয়াইএফ এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিনের সভা মঞ্চ থেকে তিনি বারবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন। পাশাপাশি এই সভা থেকে তিনি কাজের দাবি ও দুর্নীতির বিরুদ্ধে সরব হন। তিনি বলেন , যদি সভা করার পারমিশন সরকার না দেয় তাহলে বিনা অনুমতিতেই সভা করুন। মঞ্চ মানতে না দিলে মঞ্চ না করে রাস্তায় দাঁড়িয়ে এবং মাইক বাঁধতে না দিলে কাঁধে মাইক নিয়ে সভা করবেন তারা। আগত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মূলত এই দলীয় কর্মসূচি। তিনি বলেন পঞ্চায়েত ভোটে তারা ডান্ডা নিয়ে চলে এলে আমিও ঝান্ডা নিয়ে নয় ডান্ডা নিয়ে তাড়া করব।