বিস্ময়কর ওলের ফলন দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ।

0
1119

আবদুল হাই, বাঁকুড়াঃ শুধু মানুষ নয়, গাছ ও অনেক সময় আমাদের বিস্মিত করে। মানুষের মতো গাছেদেরও বিস্ময়কর প্রতিভা আছে। মানুষের প্রতিভা শিক্ষা ,দীক্ষা আর বিভিন্ন বিষয়ে। গাছেদের প্রতিভা তাদের ফলনে, তাদের উচ্চতায়। এই বিস্ময়কর ছবি দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামে। বাজিমাত করেছে সাতটি ওল গাছ। এক একটি গাছ সাত থেকে আট ফুট লম্বা। আর ওল গাছের ফলন জানলে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এক একটি ওলের ওজন ১২ থেকে ১৪ কেজি। রাতারাতি বিখ্যাত হয়ে গেছে এই গ্রাম আর গ্রামের ওল গাছগুলি। এই বিস্ময়কর ফলন দেখতে পাশাপাশি গ্রামের মানুষ ছুটে আসছেন। সত্যিই বিষয়টি ভাইরাল। এই পৃথিবীতে কতই না বিস্ময়কর জিনিস আছে, তাই না!